জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাট সম্প্রীতির বন্ধন সামাজিক সংগঠন কর্তৃক দরিদ্রকে সেলাই মেশিন প্রদান

হোসাইন মির্জাঃ গতকাল ২৩সেপ্টেম্বর (বুধবার) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়, ৫নং শানখলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পঞ্চাশ গ্রামে এক অসহায় বিধবা মহিলাকে সেলাই মেমিন প্রদান করল সম্প্রীতির বন্ধন সামাজিক সংগঠন।

সম্প্রীতির বন্ধন সাসাজিক সংগঠনের অন্যতম উপদেষ্টা (মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবাদ আলী তালুকদার এর মেঝো ছেলে) জনাব মোঃ সায়েম তালুকদার-র অর্থায়নে সেলাই মেশিনটি পঞ্চাশ গ্রামের মরহুম মোঃ বকুল মিয়ার বিধবা স্ত্রীকে উপহার দেয়া হয়েছে। আজ বিকাল ৫ টায় বিধবা মহিলার হাতে সেলাই মেশিনটি তোলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল আহাদ সাহেব, সভাপতি আবুল কালাম শাহিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হোসাইন আহমেদ মির্জা, অর্থ সম্পাদক মোঃ বিলাল উদ্দিন, ধর্ম সম্পাদক হাফেজ জোবায়ের আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আশুক ভান্ডারী প্রমুখ।

সংগঠনের সভাপতি আবুল কালাম শাহীন বলেন, আমরা ইতিমধ্যে আমরা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের দরিদ্র পরিবার ও গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা করার সিদ্ধান্ত নিয়েছি। সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম সহ শিক্ষা ক্ষেত্রেও অনন্য ভুমিকা রেখেছে। এপর্যন্ত সংগঠনের সকল সদস্য, পৃষ্টপোষক, উপদেষ্টা এবং প্রবাসীদের সহযোগীতা নিয়ে আমরা ১৩তম সহায়তা করতে সক্ষম হয়েছি। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।