হবিগঞ্জের চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির সাত বস্তা চালসহ আশিক মিয়া (২৩) নামে এক চাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ তাকে বালিয়ারী এলাকা থেকে গ্রেফতার করে। আশিক মিয়া উপজেলার গণেশপুরের আবদুল হামিদের ছেলে।
চুনারুঘাট থানার ওসি চম্পক ধাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বালিয়ারী এলাকার অনন্যা ব্রিকস ফিল্ডের সামনে রাস্তা থেকে এসব চালের বস্তাসহ আশিক মিয়াকে গ্রেফতার করেছে। তদন্ত করে দেখা হচ্ছে, তার কাছে এ সরকারি চাল কীভাবে এলো। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।