হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দিতে এক গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গুরুত্বর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক।
তিনি জানান, শনিবার ভোররাতে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুকুর গ্রামে একদল চোর হানা দেয়। এ সময় স্থানীয় গ্রামবাসী বিষয়টি আঁচ করতে পেরে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে গেলেও এক চোরকে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে সকালে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
তিনি জানান- এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। এ ছাড়া আটককৃত চোর এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।