জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে ৩০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ শহরের কয়েকটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ও হবিগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর এলাকার মধ্যবাজার ও হবিগঞ্জ রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর উপর এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদবিহীন পণ্য বিক্রয় করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি  জানান।

এসময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই ফখরুল ইসলামসহ একদল পুলিশের ফোর্স।