জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

পূর্ব বিরোধের জেরে নবীগঞ্জে ৫ জনকে কুপিয়ে ক্ষতবিক্ষত

পূর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র কুমার পাল রবিসহ ৫ জন কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন।

এঘটনায় আহতদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রবিন্দ্র কুমার পাল রবি (৫০) সুজুগ পাল (৬০),শ্রীভাষ পাল (৩৩), সুশান্ত পাল (৬৫),অঞ্জনা পাল (৪০)।

জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা গ্রামের মৃত সুশীল পালের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র কুমার পাল রবির সাথে প্রতিবেশী হরিশ চন্দ্র পালের পুত্র নিরব পাল সঞ্জয়ের রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। রবিবার সকালে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে রবি ও নিরবের মধ্যে বাক-বিতন্ডা হয়।

এরই জের ধরে নিরব পালের নেতৃত্বে বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ রবিন্দ্র কুমার পাল এর উপর হামলা চালায়। এসময় রবিকে বাচাতে সুজুগ পাল,শ্রীভাষ পাল,সুশান্ত পাল ও অঞ্জনা পাল এগিয়ে আসলে তাদের উপরও এলোপাতাড়ি হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। রবিন্দ্র কুমার পালসহ ৫ জনে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত জখম করে প্রতিপক্ষের লোকজন।

পরে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় আহতদের মধ্যে ৩জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ও অপর দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।