জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ পৌর ছাত্রলীগের শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ই আগষ্ট রোজ সোমবার সকাল থেকে হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ আওয়ামিলীগের সাধারণ সম্পাদক  আলমগীর চৌধুরী, অনান্য অতিথিদের মধ্যে ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান মিজান এবং  আওয়ামিলীগের নেতা কর্মী  ও  হবিগঞ্জ পৌর ছাত্রলীগ ও ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথির ভাষণে এমপি আবু জাহির বলেন, “বাঙালি জাতির শোকের মাস আগস্ট। এ মাসেই নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয় ইতিহাসের মহানায়ককে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে”।