হোসাইন মির্জাঃ আজ ২৭সেপ্টেম্বর (রবিবার) দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ’র মেম্বারগণ শায়েস্তাগঞ্জের ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম সাথে দুপুর ১২:৩০ মিনিটে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় তারা ইউএনও কে ফুলেল তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
ডিসিএফ টিম হবিগঞ্জের কো-অর্ডিনেটর নাছির হোসাইন তানভীর ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ইউএনও কে অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ’র কো-অর্ডিনেটর জনাব নাছির হোসাইন তানভীর, সদস্য হোসাইন আহমেদ মির্জা, মোঃ বিলাল উদ্দিন, মামুনুর রহমান সোহাগ, ফরহাদ তালুকদার, আল-আমিন, সৈয়দ আব্দুস সামী জাকির প্রমুখ।