হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এসএম মুরাদ আলী গতকাল (রবিবার) বিকেলে হবিগঞ্জে এসে পৌঁছেছেন৷ আজ (১২ জুলাই) সোমবার তিনি দায়িত্বভার গ্রহন করবেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম, পিপিএম) এর কাছ থেকে৷
এর আগে গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবিগঞ্জের পুলিশ সুপার পদে রদবদল করে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে হবিগঞ্জের পুলিশ সুপার পদে বদলি করা হয়৷
একই সঙ্গে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম পিপিএম) কে পুলিশ অধিদফতরে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
আরো পড়ুনঃ
হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপারের আবেগঘন স্ট্যাটাস
হবিগঞ্জের নতুন পুলিশ সুপার এস এম মুরাদ আলী
নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা
পুলিশ সুপারের সৌজন্যে ১০৫ বছরের বৃদ্ধাকে খাদ্য সহায়তা দিলেন হবিগঞ্জ সদর থানার ওসি
নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী মেহেরপুরের পুলিশ সুপার থাকাকালে মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন মানদণ্ড মূল্যায়নে খুলনা রেঞ্জের সেরা পুলিশ সুপার হিসাবে ১ম স্থান অর্জন করেন।
তিনি মেহেরপুর এর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ডিএমপির দক্ষিণ এর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন৷
নবাগত এবং বিদায়ী দু’জনেই ২৪ তম বিসিএস এর মাধ্যমে চাকুরীতে যোগদান করেন৷
আরো পড়ুনঃ
হবিগঞ্জের অর্ধশতাধিক মাদ্রাসায় পুলিশ সুপারের ইফতার বিতরণ
লাখাইয়ে এতিম ছাত্রদের মাঝে পুলিশ সুপারের ইফতার বিতরণ
শিশুদেরকে খাতা, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করেছেন পুলিশ সুপার হবিগঞ্জ
এদিকে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বদলি হওয়া পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
করোনার এই সংকটময় মুহূর্তে গরিব-দুস্হ ও অসহায় জনসাধারণের পাশে দাড়িয়ে ইতিমধ্যেই তিনি মানবিক পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জের সর্বস্তরের মানুষের মন জয় করেছেন৷