জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজ পইল দরবার শরীফের মাহফিল

আজ ৮ই মার্চ,২৪ই ফাল্গুন রোজ রবিবার পইল সাহেব বাড়ি হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দী এবং পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা সৈয়স জাহেদুল হক (রহ.) এর ইসালে সওয়াব মাহফিল।

মাহফিলটি অনুষ্ঠিত হবে পইল সাহেব বাড়ি মাদ্রাসা ময়দান হবিগঞ্জ।
উক্ত মাহফিলে সভাপতি হিসেবে থাকবেন  লক্ষ মানুষের প্রাণের স্পন্দন পইলের সাব নামে পরিচিত সৈয়দ আহমদুল হক। (সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ, হবিগঞ্জ সদর।)

মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন- মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। (সহকারী অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।)

তা’লীম- তারবিয়াত প্রদান করবেন – সূদুর আমেরিকা প্রবাসি, উস্তাদুল উলামা আলহাজ্ব সৈয়দ সাজিদুল হক, পীর সাহেব হুজুর। (বর্তমান পীর সাহেব, পইল দরবার শরীফ।)

এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ ওয়াজ নসিহত প্রদান করবেন।