২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৭

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ইরানের এক ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। প্রাণঘাতী এ ভাইরাসে ইরানে এরই মধ্যে ২৬ জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দেশটির সরকারি একটি সংবাদমাধ্যমে মাসৌমেহ এবতেকার শরীরে করোনাভাইরাস শনাক্তের খবর প্রকাশ করা হয়।

এর আগে গত মঙ্গলবার ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন দেশটির চিকিৎসকরা।

দেশটির ইংরেজি ভাষার সরকারি দৈনিক ইরান ডেইলি বলছে, ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখলে নেওয়ার পর সেই ইসলামি বিপ্লবীদের মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন ইরানের এই নারী নেতা। বর্তমানে তিনি ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।