শিবপাশা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে পুনরায় ৮ম বারের মতো নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা হবিগঞ্জ বারের সিনিয়র আইনজীবী এডভোকেট এটিএম জিল্লুর রহমান চৌধুরী৷ গতকাল বুধবার (৩১ আগষ্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়৷
আজমিরীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গির আলম চৌধুরীর সভাপতিত্বে ও শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন চৌধুরীর পরিচালনায় বৈঠকে নবনির্বাচিত কমিটির উপস্হিত সকলের সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি এডভোকেট এটিএম জিল্লুর রহমান চৌধুরীকে সভাপতি নির্বাচিত করা হয়৷
ম্যানেজিং কমিটিতে অভিভাবক সদস্যপদে নির্বাচিতরা হলেন- মোঃ বাদশা মিয়া,ডাঃ নুরুল হক,জসিম উদ্দিন,মোঃ তাজউদ্দীন৷
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মোছাঃ সাবিনা আক্তার চৌধুরী৷ প্রতিষ্ঠাতা সদস্য পদে মোঃ কাজল মিয়া চৌধুরী, দাতা সদস্য পদে মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী৷ সাধারণ শিক্ষক সদস্য মোঃ শামিম আহমেদ, সাধারণ শিক্ষক সদস্য মোঃ শহিদুল হক চৌধুরী৷
সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য সাফিয়া খাতুন৷ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সচিব পদাধিকারবলে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন চৌধুরী৷
এদিকে এডভোকেট এটিএম জিল্লুর রহমান চৌধুরী ৮ম বারের মতো শিবপাশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ ও সকল অভিভাবকবৃন্দসহ এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷ একইসাথে বিদ্যালয়কে আরো সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন৷