মোঃজাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গঙ্গানগর উন্নয়ন সংস্থা ও আলো ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে মাধবপুর পৌরসভার বাস ষ্ট্যান্ড, শান্তি পাড়া, শ্যামলী ও গঙ্গানগর এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। জীবানু যাতে সংক্রমন না ঘটাতে পারে সেজন্য বিভিন্ন গন পরিবহন ও রাস্তা ঘাটে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
বুধবার মাধবপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শ্যামল বরণ ঋষি উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, তাদের বিভিন্ন সেবামূলক কাজের অংশ হিসেবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিম্ন আয়ের মানুষের মাঝে এসব মাস্ক বিনামূল্যে বিতরণ করছে তারা। এ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়ে করোনা ভাইরাসে কাউকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, পরিচালক মোঃ মোজাহের হোসেন রুবেল আনছারী, সহ প্রতিষ্ঠাতা মোঃ শাহাব উদ্দিন, হৃদয়, রিশি, তমালসহ সংগঠনের সদস্যরা।