আব্দুর রউফ আশরাফ।। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ও ৭নং বড়ইউড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীনের পিতা বিএনপির নেতা সাবেক ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মরহুম আব্দুস সালামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন।।
আজ ২০ আগস্ট ২২’ শনিবার নবীগঞ্জের শিবগঞ্জ বাজারে বিএনপির ইউনিয়ন সভাপতি আতাউর রহমান মামুনের সভাপতিত্বে মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগ জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
বক্তব্য রাখেন,বিএনপির উপজেলা সভাপতি মুজিবুল হুসেন মারুফ। উপজেলার সহসভাপতি মাওলানা মুস্তফা আল হাদি, সেক্রেটারি নকিব ফজলে রকিব মাখন,বিএনপির উপজেলা আহ্বায়ক লুৎফুর রহমান, মন্দরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকদ্দুস হুসেন তালুকদার, জাহির হুসেন, নবীগঞ্জ ১২ নং ইউনিয়নের সভাপতি মেরাজ মিয়া,৯নং ইউপির সভাপতি লুৎফুর রহমান, ইউনিয়নের সেক্রেটারি প্রয়াত মরহুম আব্দুস সালামের ছেলে মাওলানা রুহুল আমীন ইউনিয়নের ধর্মীয় সম্পাদক মাওলানা শফি আহমদ,ছাদি হুসেন,হলদারপুর জামিয়ার মুহতামিম মাওলানা আব্দুশ শহীদ। মাওলানা মাসুদ খান। মাওলানা শিব্বির আহমদ। বিএনপির নেতা ও এলাকার বিশিষ্ট সেবক ডাক্তার মুকিত প্রমুখ।
প্রয়াত মরহুম আব্দুস সালামের ছেলে ও ইউনিয়নের সেক্রেটারি মাওলানা রুহুল আমীন বলেন, বিএনপির নেতা প্রয়াত মরহুম আব্দুস সালাম আমার বাবাকে হারিয়ে আমি এতিম হয়েছি কিন্তু অভিভাক হারায়নি। আপনারা দলীয় নেতৃবৃন্দ আত্মীয়স্বাজন যারা এখানে অংশ নিয়েছেন সবাই আমার অভিভাক। বাবার কাফন-দাপনে আমি শরিক হতে পারিনি আপনারা যারা অংশ নিয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
প্রধান অতিথি ডা. জীবন বলেন,প্রয়াত নেতা আব্দুস সালামের আত্মার মাগফেরাত কামনা করি। বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করি সাথেসাথে এ সরকার থেকে মুক্তির জন্যে দোয়া চেয়েছেন। তিনি বলেন বিশ্বের সব দেশে তেলের দাম নিম্নে, বাংলাদেশ উর্ধ্বে। গ্যাসের দাম, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যসামগ্রীর দাম কমিয়ে রাখার আহ্বান জানান সরকার বাহাদুরের প্রতি।
বিএনপির নেতাকর্মী ও উপস্থিত সকলে বেগম খালেদাজিয়ার সুস্থ্যতা কামনা করেন এবং প্রয়াত মরহুম আব্দুস সালামের বিদেহী আত্মার মাগফেরা কামনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।।