নিজস্ব প্রতিনিধিঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে হবিগঞ্জ শহরের মুক্তি পাল চৌধুরী (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ঢাকার ‘গ্রীণ লাইফ হাসপাতালে’ তার মৃত্যু হয়।
১ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী গৃহবধু মুক্তি পাল চৌধুরীর অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, গত প্রায় ৮ দিন পূর্বে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হন।
ধীরে ধীরে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মৃত্যু কোলে ঢলে পড়েন মুক্তি। তিনি কুলাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসুধন পাল চৌধুরীর স্ত্রী ও শহরের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘মেসার্স ইশ্বর পাল চৌধুরী’র স্বত্তাধিকারী হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাজনগর ক্রসরোড এলাকার বাসিন্দা সুমন পাল চৌধুরী ভাবি।
মুক্তি পাল চৌধুরী দীর্ঘদিন ধরে সন্তানদের নিয়ে ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করছিলেন। মঙ্গলবার রাত ৮ টায় চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আনন্দপুর গ্রামের স্বামীর পৈত্তিক বাড়ীতে তার দাহ সম্পন্ন হয়েছে।