হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মুখলেছুর রহমানের বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাতের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে জেলা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ত্রাণ আত্মসাত ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
পরে শায়েস্তাগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে ত্রাণ সামগ্রী আত্মসাত করে আসছিলেন চেয়ারম্যান মোঃ মুখলেছুর রহমান।
এ নিয়ে ভূক্তভোগীরা প্রতিবাদ করলে উল্টো তাদের ভয়-ভীতি প্রদর্শন করেন তিনি ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা জানান, ত্রাণের চাল আত্মসাত, ভিজিডি কার্ডে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে অভিযান চালিয়ে ১৭’শ কেজি ত্রাণের চাল জব্দ করাসহ ৩’শ কেজি চাল আত্মসাত এবং জানুয়ারী মাস থেকে বিজিডি কার্ডে মাষ্টার রুল না থাকার প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত।
ঘটনাস্থল থেকে অভিযুক্ত নুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মুখলেছুর রহমানকে আটক করতে না পারায় তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রদান হয়েছে।