জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

“প্লাজমা ব্লাড সোসাইটি হবিগঞ্জ” নামে সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

বাংলাদেশের আপামর জনসাধারণ এর ভোগান্তি নিরাময় এবং জরুরি রক্তের প্রয়োজন পূরণের লক্ষ্য সামনে রেখে হবিগঞ্জ জেলায় “প্লাজমা ব্লাড সোসাইটি হবিগঞ্জ” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ করেছেন হবিগঞ্জ জেলার বিভিন্ন কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং শিক্ষানুরাগী সামাজিক নেতৃবৃন্দ।

গতকাল সন্ধ্যা পাঁচ ঘটিকায় সংগঠনটির কার্যালয়ে সংগঠন এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক তারেকুল ইসলাম এবং উপদেষ্টা পরিষদ সদস্য গণমাধ্যম কর্মী আব্দুল হাফিজ ভূঁইয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সকলের পরামর্শ মোতাবেক সংগঠনটির কার্যক্রম এর শুভ সূচনা করা হয়।

এক পর্যায়ে প্রধান উপদেষ্টার প্রস্তাবনায় সংগঠন পরিচালনার জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তরুন সমাজকর্মী নুরুল হুদা আফজাল,সহকারী পরিচালক মনোনীত হয়েছেন শিশু সংগঠক তানভীর আহমেদ তালহা এবং এমদাদুল হক মিলন।

সাধারণ সম্পাদক মনোনয়ন করা হয় সমাজকর্মী সাদ্দাম হোসাইন শুভ, সাংগঠনিক সম্পাদক মনোনীত হন হুসাইন আহমদ, এছাড়াও অর্থ সম্পাদক লায়েক আহমেদ, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সমাজসেবা সম্পাদক আশরাফুল ইসলাম সুজন কে মনোনীত করা হয়।

শেষে উপদেষ্টারা বলেন, মানবতার কল্যাণ কাজে নিয়মিত সংগঠন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
এবং নিয়মিত মানবকল্যাণ মূলক কাজে নিজেরা অংশগ্রহণ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা মন্ডলী এবং সেচ্ছাসেবীরা।