দিলোয়ার হোসাইন: বানিয়াচং উপজেলা বিএনপির আয়োজনে আজ বুধবার সকালে কামালখানীস্থ নাজমুল হাসান একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পূর্ণমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলার বিএনপির সভাপতি মুজিবুর রহমান মারুফ এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে নাকিব মাখনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া , জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এড. মনজুর উদ্দিন শাহীন ,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান। এ সময় আর বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান, আকাদ্দস তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোস্তফা আল হাদী, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহির হোসাইন,সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, কামরুজ্জামান কাজল ,সাদিক আহমেদ ,এডভোকেট মিজান , আবু হুরায়রা সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহন করবে না । তিনি আরও বলেন,২০১৪সাল এবং ২০১৮ সালের ভোটার বিহীন ও রাতের ভোট করার আরেকটি নীলনকশা বাস্তবায়নে অবৈধ সরকার ষড়যন্ত্র করছে এ জন্য বিএনপির বিভিন্ন সকল স্তরের নেতাকর্মীদের আন্দোলেন প্রস্তুতি গ্রহনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয় ।