জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে ১০টাকা কেজি চাল বিক্রিতে অনিয়ম

হবিগঞ্জের বানিয়াচংয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরনকালে, ওজনে কম দেওয়ায় আওয়ামীলীগ নেতার এক মাসের কারাদন্ড প্রদান এবং ডিলারশীপ বাতিল করা হয়েছে।

ঐ ডিলারের নাম নজরুল ইসলাম খান। তিনি ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার মিলন বাজারে। খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরনকালে ৩০
কেজির পরিবর্তে ২৪/২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় প্রশাষন।

পরবর্তীতে হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান অবগত হয়ে দ্রুত ব্যাবস্থা নেওয়ার জন্য সহকারী
কমিশনার(ভূমি)বানিয়াচংকে ঘটনাস্থলে প্রেরন করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওজনে চাল কম দেওয়ার প্রমান হাতেনাতে পেয়ে ঐ ডিলারকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ডিলারশীপ বাতিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন ও এসআই ফিরোজ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার বলেন, দেশের দূর্যোগকালীন সময়ে এ ধরনের অপরাধ করে কেউ পার পাবেনা।