জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচং রত্না নদীতে জেলে নিখোঁজ

বানিয়াচংয়ের রত্না নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় এক জেলে।

নিখোঁজ জেলে উপজেলার সুবিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুর রহিমের চৌধুরীর ছেলে মোসারফ চৌধুরী (২০)।

জানা যায়, রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বানিয়াচং উপজেলার রত্না নদীতে মাছ ধরতে যান মোসারফ চৌধুরী।

এসময় তিনি অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে যান। পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে তিনি নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরীটিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজাখুজি শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরী দলের উদ্ধার অভিযান চলছে।