মাধবপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দিতে মাতব্বররা মরিয়া হয়ে উঠে।
সমাধান না হওয়ায় অবশেষে ওই নারী হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন-৩ আদালতে ধর্ষণের মামলা দায়ের করেছেন। বিচারক মামলা আমলে নিয়ে বাদিকে ডাক্তারী পরীক্ষাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। গতকাল রবিবার দুপুরে ওই নারী এ মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দিনমজুর বাচ্চু মিয়া জীবিকার তাগিদে প্রায়ই বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে তার স্ত্রী (৩০) এর প্রতি কুনজর পড়ে একই গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র লম্পট বাশার মিয়ার।
গত ৫ মার্চ রাত ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাশার ওই নারীর ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। এক পর্যায়ে কাউকে না বলতে হুমকি দেয়।
৬ মার্চ বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতব্বররা সমাধানের চেষ্টা করেন। কিন্তু না হলে ওই নারী মামলা করেন।