মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর থানার কাশিমপুর পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় আজ বৃহস্পতিবার দুপুরে মাধবপুর ফায়ার সার্ভিস এর উদ্যোগে বাস্তব অগ্নি নির্বাপণ কাজের উদ্ধার বিষয়ে মহড়া ও প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে।
অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, মাধবপুর শাখার মোঃ শাহজাহান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, মাধবপুর কাশিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদ আলম এ এস আই রানা আহমেদ, গোলাম মস্তোফা সহ পুলিশ ফাড়ির সদস্য গন।