হবিগঞ্জের মাধবপুরে উপজেলার শিক্ষা সপ্তাহ পালন অনুষ্টানে উপজেলার পাবলিক পরীক্ষার নকলের সরবরাহের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় স্থানীয় সরকারি কলেজের এক অধ্যক্ষকে হ্যানস্থা করার অভিযোগ উঠেছে।
হ্যানস্থার শিকার ওই অধ্যক্ষ্যের নাম সিদ্দিকুর রহমান। তিনি উপজেলার মনতলা শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষর হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন,শিক্ষা মান অক্ষুন্ন রাখতে নকল বন্ধ করতে হবে।স্থানীয় অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয় ও ডা.জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মত বেশামাল উন্মুক্ত নকল সরবরাহ করলে হবে না।তদরকির অভাবে গোবিন্দপুর সরকারি হাইস্কুলের মত সুনামধন্য প্রতিষ্টানও ধ্বংসের মুখে।তার এই বক্তব্যের জেরে উপস্থিত কয়েকটি প্রতিষ্টান প্রধানরা তাকে হ্যানস্থা করেন।
এ ঘটনায় মনতলা শাহজালাল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন। তারা জানান,আমাদের কলেজের অধ্যক্ষ সিদ্দিক স্যারকে যারা অপমান করেছেন তদন্ত করে তাদের বিচার করতে হবে।অন্যথায় আমরা শিক্ষা অফিস ঘেরাও করবো!
যোগাযোগ করা হলে হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ জানান, অধ্যক্ষ মহোদয় সাহসের সাথে সত্য বলেছেন।তাকে অপমানের বিষয়টি খতিয়ে দেখা হবে।