জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ের নোভা টেলেন্টফুল বৃত্তি পেয়েছে

লাখাই উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ছাত্রী তাহসিনা জান্নাত নোভা টেলেন্টফুল বৃত্তি পেয়েছে।

হবিগঞ্জ শিক্ষা সংস্কৃতি উন্নয়ন পরিষদ এর আয়োজনে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এ অংশ নিয়ে টেলেন্টফুল বৃত্তি পেয়েছে নোভা।সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী তাহসিনা জান্নাত নোভার এ কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করতে পরায় সে তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানেশ রন্জন দাস সহ সকল শিক্ষক / শিক্ষিকা গনের কৃতজ্ঞ।
সে সকলের নিকট দোয়া প্রার্থী।

তাহসিনা জান্নাত নোভা লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন ও সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন আক্তার এর কন্যা।