হবিগঞ্জ লাখাই উপজেলার বামৈ গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাত্বিক জ্ঞানের আলো দিয়ে জীবনকে দিবালোকে নিয়ে আসেন সেই আলোর দিশারী বিশ্বশান্তি প্রচারক পরম পূরুষ ত্রিকালদর্শী শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দদেব কর্তৃক প্রবর্তিত ১০৬ তম বিশ্বশান্তি উৎসব উপলক্ষে ২৪ প্রহর ব্যাপি ঠাকুরের নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়।
লাখাই উপজেলার বামৈ অমৃত মন্দির আশ্রম কমিটি কর্তৃক আয়োজিত দয়ানন্দ ঠাকুরের নাম যজ্ঞ উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় শ্রী শ্রী গীতাপাঠের মাধ্যমে শুরু হয়ে ২০ ডিসেম্বর শুক্রবার ভোর সমাপ্ত । আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রী শংকর চৈতন্য ব্রহ্মচারীর সার্বিক পরিচালনায় হাজারো ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠছে শ্রী শ্রী অমৃত মন্দির দয়ানন্দ আশ্রম প্রাঙ্গন। আশ্রম সংলগ্ন বসে মেলা ভক্ত ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে আসছে।
লাখাই উপজেলার বামৈ গ্রামের বিশিষ্ট জমিদার পরিবারের অন্যতম সদস্য হবিগঞ্জ বারের এডভোকেট গুরুচরণ চৌধুরী ও মাতা কামাখ্যা দেবী চৌধুরী সন্তান শ্রীশ্রী দয়ানন্দ ঠাকুর এর প্রকৃত নাম ছিল গুরুদাশ চৌধুরী তিনি (১৭ ডিসেম্বর ১৮৭০ খ্রিষ্টাব্দ) ব্রাহ্মণ জমিদার পরিবারের জন্মগ্রহণ করেন।