জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা

লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহযোগে আইনশৃংখলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (২৫ জুলাই /২২) লাখাইর বুল্লাবাজার সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য অধিদফতর হবিগন্জ এর উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুল্লাবাজার সংলগ্ন শহীদ মিয়ার বাড়ীতে গাঁজা ও গাঁজা সেবনের উপকরন সমেত আটক করে ভাম্যমান আদালতে র মাধ্যমে নগদ অঅর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরীফ উদ্দিন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট এসময় (১) মোঃ শহিদ মিয়া তালুকদার (৫১), পিতা: মৃত শামসুদ্দিন তালুকদার, গ্রাম: পশ্চিম সিংহগ্রাম, লাখাই, হবিগঞ্জ (২) মোঃ হান্নান মিয়া (৪২), পিতা: মৃত ইদ্রিস আলী, গ্রাম: পশ্চিম বুল্লা, লাখাই, হবিগঞ্জ (৩) মোঃ শাহরুক মিয়া (৫১), পিতা: মৃত খতিব হোসেন, গ্রাম: মধ্য সিংহগ্রাম, লাখাই, হবিগঞ্জ (৪) মোঃ জব্বার মিয়া (৩২), পিতা: মৃত কাঙ্গাল মিয়া, গ্রাম: পশ্চিম বুল্লা, লাখাই, হবিগঞ্জ গাঁজা সেবন করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯ (১) গ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬ (১) এর সারণি ২১ অনুযায়ী প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১২৫/- (একশত পঁচিশ) টাকা করে মোট ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা অনাদায়ে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ডে আসামীদের দন্ডিত করেন। এ সময় প্রায় ২৫০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের যন্ত্রপাতি জব্দ করা হয়। জরিমানা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের আইনী পদক্ষেপ চলমান থাকবে।