আন্তর্জাতিক হিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলেটর গ্রুপ,পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) সকাল ১১ টায় রেলওয়ে পার্কিংয়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পিএসজি শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আব্দুর রকিবের পরিচালনায় বক্তব্য রাখেন পিএফজি বিএনপি এম্বাসেডর কামরুল হাসান রিপন,জাতীয় পার্টি অ্যাম্বাসেডর মোঃ আব্দুস সালাম, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল মিয়া,এম হায়দার চৌধুরী জুনায়েদ, মহিলা কাউন্সিলর তহুর আক্তার লাইজু,মোহাম্মদ মিছবাহ উদ্দিন,মোহাম্মদ সাইফুল ইসলাম, মহিলা মেম্বার নুরুন্নাহার রুমা মোঃ ফখরুল আলম,মোহাম্মদ মুখলেসুর রহমান মোহাম্মদ শামীম চৌধুরী, মোহাম্মদ আছকির মিয়া, মোঃ আবু সুফিয়ান প্রমুখ।
বক্তাগণ আমাদের বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে পরিবার সমাজ ও রাষ্ট্রে অহিংসা পরিহার করে পারস্পরিক সম্প্রীতি, সহিষ্ণুতা, সহানুভুতিশীলতার মাধ্যমে সংঘাত নয় একটি ঐক্যের বাংলাদেশ গড়ি। মানববন্ধনে বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন।