জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে মাদরাসার ছাঁদ থেকে পড়ে আহত ছাত্রীর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ” তানযীলুল কুরআন ওয়াস – সুন্নাহ মডেল মাদ্রাসা ” ছাঁদ থেকে পড়ে আহত ছাত্রী ইসরাত জাহান জুমি (৯) অবশেষে তিনদিন পর মৃত্যু বরণ করেছে ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।

শনিবার (১৭ আগস্ট ) সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যু বরণ করে জুমি। ঘটনাটি ঘটেছে বুধবার ( ১৪ আগস্ট ) দুপুরে উপজেলার পৌরশহরে ২ নং ওয়ার্ডে মহলুল সুনাম এলাকায় চতুর্থ তলা ভাড়াটিয়া আবাসিক প্রাইভেট মহিলা মাদরাসা চালু হয় দীর্ঘ কয়েক বছর ধরে ।

নাম হচ্ছে ” তানযীলুল কুরআন ওয়াস – সুন্নাহ মডেল মাদ্রাসা ” । উক্ত মাদ্রাসা ছাঁদ থেকে পড়ে গুরুত্ব আহত হয় জুমি। । নিহত ছাত্রী উপজেলার অলিপুর এলাকার শাহ আলম এর কন্যা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার কয়েকজন সূত্রে জানা যায় , মাদ্রাসা ছাঁদের উপর থেকে নীচে লুটে পড়ার বিকট শব্দ চিৎকার শুনে এগিয়ে আসেন লোকজন । সেখানে মাদরাসা শিক্ষার্থী গুরুত্ব আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

কর্তব্য ডাক্তার জানান , জুমি দুই হাত , পা হাড় ভেঙ্গে গেছে এবং বুকে , মাথায় ও নাকে শক্ত চাপ পড়েছে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া পরে ডাক্তার জুমিকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকালে হাসপাতালে মৃত্যু বরণ করে ।

কেন সেই ছাত্রী আত্মহত্যা করেছে না উপর থেকে লাফ দিয়ে বা কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে । বিষয়টি সঠিক ভাবে তদন্ত করলে মৃত্যু কারণ বের হয়ে আসবে ।

মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মোশাহিদ কে জিজ্ঞেস করলে তিনি বলেন , কি কারণে এ দুর্ঘটনা হয়েছে কিছু বুঝতে পারছিনা কিন্তু এখন আমার উপর চাপ আসবে । এ মাদরাসা ভেতরে লেখা পড়া ও খেলাধুলা সুযোগ সুবিধা রয়েছে । কোনো শিক্ষার্থীকে বাহিরে যেতে দেওয়া হয় না । সকল দিকে তালা মারা থাকে । যেসময় এ দুর্ঘটনা ঘটেছে , তখন আমি নামাজে ছিলাম । কেন এই দুর্ঘটনা ঘটেছে কিছুই বুঝতে পারছিনা । জুমিকে ভালো চিকিৎসা জন্য মাদ্রাসা পক্ষ থেকে অর্থ দিয়ে চালিয়ে যাচ্ছি ।

অপর দিকে এলাকাবাসী জানান, এর পূর্বেও এই মাদরাসা এইরকম দুর্ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে পড়ে ।