বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
মূলত বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান ।
দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
তাকে আজ সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এর পূর্বে জ্বর, অ্যালার্জিসহ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন দিবাগত রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।