জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হুসেনসহ ১১ বিসিএস(পুলিশ) কর্মকর্তার রদবদল

হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ আক্তার হুসেনসহ দেশের ১১জন বিসিএস(পুলিশ)
কর্মকর্তার রদবদল এর প্রঞ্জাপন জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে ২১ আগষ্ট রোজ(বুধবার)২০২৪ইং এই প্রঞ্জাপন জারি করা হয়। নং-৪৪.০০.০০০০.০৯৪.১৯.০০১.১৯-১২৭ স্মারকে রাষ্ট্র্রপতির আদেশক্রমে উপসচিব মোঃমাহাবুর রহমান শেখ সাক্ষরিত ১১জন বিসিএস(পুলিশ)
কর্মকর্তাগনদেরকে বর্নিত পদ ও কর্মস্হলে বদলি/পদায়ন এর আদেশ জারি করা হয়েছে।

উক্ত ১১জন বিসিএস(পুলিশ)
কর্মকর্তাদের মধ্যে সিলেট মহানগরী উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি)মোঃ
আজবাহার আলী শেখকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয় ও হবিগঞ্জের পুলিশ সুপার মোঃআক্তার হুসেনকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য,গত বছরের ১১ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ(ডিএমপির) উপ-কমিশনার মোঃ আক্তার হুসেনকে নির্বাচন(ইসি)নির্দেশে হবিগঞ্জ পুলিশ সুপার হিসাবে নিযুক্ত করা হয়।

তারপর থেকে চলতি বছরের ৮মাস ধরে হবিগঞ্জ জেলাবাসীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে নিয়ে সেবা দিয়ে আসছিলেন।