হবিগঞ্জের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষক হুমায়ুন কবীর কে আটকের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ ০৪ই এপ্রিল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে গত বুধবার তারাবির নামাজের পর সদর থানার এস আই মমিনুল ইসলামসহ একদল পুলিশ ইনাতাবাদ এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা মাওলানা সাদেকুর রহমান হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে বসবাস করেন। তার কন্যা গত বছর এসএসসি পরীক্ষার সময় জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষক হুমায়ুন কবীরের নিকট প্রাইভেট পড়তো।
এসময় ওই ছাত্রী সুন্দরী হওয়ায় তাকে প্রেমের প্রস্তাব দেন ওই শিক্ষক। এতে রাজি না হলে এসএসসি পরীক্ষায় কেন্দ্রে তার বন্ধুবান্ধব দিয়ে বহিস্কারের ভয় দেখান। ফলে ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে সম্মতি দিলে গত বছরের ১৭ আগষ্ট প্রাইভেট পড়ানোর সময় তার বাসায় ওই ছাত্রী কে ধর্ষণ করেন।
বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে স্কুলের প্রধান শিক্ষক মামলা না করে সালিশ বিচারের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন।
এ নিয়ে ৬ ডিসেম্বর সালিশও হয়। কিন্তু তা ওই শিক্ষক না মানায় ১১ ডিসেম্বর সদর থানায় মামলা করেন ছাত্রীর পিতা। এরপর ওই শিক্ষক হাইকোর্ট থেকে জামিন আনলেও মেয়াদ শেষ হওয়ার পরও আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন।