হবিগঞ্জে জুলাই -আগষ্ট গনঅভ্যুত্থানে ১৫ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা পরিষদ।
বুধবার বিকেল ৫ টায় এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, এনএসআইর জেলা ডিডি মাকসূদুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি শামছুল হুদা, সিনিয়র সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজন প্রমূখ৷ অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় বক্তৃতা দিতে গিয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
চেক প্রধান অনুষ্ঠানে জেলা প্রশাসক ড মো: ফরিদুর রহমান বলেন-জুলাই আগষ্ট বিপ্লবে যার সন্তান হারিয়েছে তার ক্ষতি আমরা কেউ পূরণ করতে পারবোনা৷ বর্তমানে রাষ্ট্র এসব আত্মত্যাগকারী শহীদ পরিবারের সদস্যদের পাশে দাড়িয়েছে৷ রাষ্ট্র শহীদদের পিতা -মাতা ও স্ত্রী -সন্তানদেরকে ভালো রাখতে চেষ্টা করে যাচ্ছে৷ উল্লেখ্য, গত জুলাই -আগস্ট বিপ্লবে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৯ জন, লাখাই উপজেলার ৩ জন, নবীগঞ্জের ১ জন, মাধবপুরে ১ জন ও হবিগঞ্জ শহরে ১ জন শহীদ হন।