জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ শহরে প্রায় ৩০টি অটোরিক্সা আটক, প্রতিবাদে রাস্তায় বসে শুধু পানি দিয়ে ইফতার

পুলিশ দ্বারা হবিগঞ্জ শহর থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা আটক করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা ট্রাফিক কার্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই শ্রমিকরা সেখানে অবস্থান করেন। ইফতারের সময় তারা শুধু পানি দিয়ে রোজা ভাঙেন।

গতকাল রবিবার প্রায় ৩০টি অটোরিক্সা আটক করে হবিগঞ্জের ট্রাফিক পুলিশ। রাত অবধি রিক্সাগুলো ছাড়া হয়নি বলে শ্রমিকরা জানান।

শ্রমিকরা অভিযোগ করে জানান, ট্রাফিক পুলিশ তাদের রিক্সা আটক করে। রিক্সা ফেরত নেয়ার জন্য তারা ট্রাফিক কার্যালয়ে যান। প্রতিবাদস্বরূপ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকর সেখানে অবস্থান করন। কিন্তু রিক্সা ফেরত দেয়া হয়নি। ইফতারের সময় হলে অটোরিক্সা শ্রমিকরা শুধুমাত্র পানি দিয়ে ইফতার করেন।

অবস্থানকালে হবিগঞ্জ জেলার ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি ধনু মিয়া, সামছুর রহমান উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলার ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘সরকারের পক্ষ ত্রাণ বা আর্থিক সহযোগিতা না দিয়ে লকডাউনের কথা বলে খেটে খাওয়া মানুষের সম্বল অটোরিক্সাগুলোকে আটক করেছে পুলিশ।

খবর পেয়ে আমরা হবিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক অরুণ বিকাশ দেওয়ানের সাথে স্বাক্ষাত করি। কিন্তু তিনি আমাদের কথা শুনতে রাজী নন। বারবার তাকে রিক্সাগুলো ছাড়ার জন্য অনুরোধ করলে তিনি অপারগতা প্রকাশ করেন। এমতাবস্থায় এসব হতদরিদ্র রিক্সাচালক তার পরিবার না খেয়ে মরা ছাড়া আর উপায় নেই।’

শফিকুল ইসলাম জানান, আটককৃত রিক্সা ফেরত ও লকডাউনের সময় শ্রমিক পরিবারকে ত্রাণ এবং নগদ আর্থিক সহযোগিতা প্রদানের দাবিতে আজ সোমবার জেলা প্রশাসকের সাথে দেখা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক অরুণ বিকাশ দেওয়ানের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।