দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।আজ শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩১ মার্চের স্থলে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।’
একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বিমান চলাচল নিষেধাজ্ঞা ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে ব্যাংককের সঙ্গে বিমান চলাচল স্থগিত রয়েছে এবং ২৯ মার্চ থেকে হংকংয়ের সঙ্গে চলাচল স্থগিত থাকবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানিয়েছেন।
গত ১৫ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য সব অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করে বাংলাদেশ।গত ১৯ মার্চ দুবাই ও আবুধাবির সঙ্গে সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।