জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

অছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব দাবি ছাত্রলীগ সভাপতির

অছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব রয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ছাত্রদের হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সম্মেলন করে ছাত্রদের হাতে সংগঠনের নেতৃত্ব তুলে দেন। তা না হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না। তারা আপনাদের বয়কট করবে। বিএনপি ও জামায়াতের মতো ছাত্রদল ও ছাত্রশিবিরও অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাদের আলাদা করে শনাক্ত করা যায় না।’

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে শিবিরের কর্মকাণ্ড নিষিদ্ধ। কিন্তু আমরা এখন দেখতে পাই, শিবির ছাত্রদলের ব্যানার ব্যবহার করে রাজনীতি করছে। এটা  সাধারণ শিক্ষার্থীদের জন্য খুব ভয়ংকর একটি পরিবেশ তৈরি করছে।’

তিনি ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, ‘আমি তাদের কাছে আহ্বান জানাবো, তারা যেন ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রেখে ডাকসু নির্বাচন করে। ক্যাম্পাসে আজ থেকে দশ বছর ধরে কোনও বিশৃঙ্খলা নেই, কোনও গুলির আওয়াজ নেই, কোনও বোমার আওয়াজ নেই। বিশ্ববিদ্যালয়ে এসে আপনার কোনোধরনের বিশৃঙ্খলা করবেন না। ছাত্রদল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখলে ছাত্রলীগ সর্বাত্মক সহযোগিতা করবে।’