বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার সফল নির্বাহী অফিসার আয়েশা হক অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়ার সহকারী সচিব শেখ রাসেল হাসানের স্বাক্ষরিত একটি পত্রে তাকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ প্রদান করা হয়।
নির্বাহী অফিসার আয়েশা হক সুনামের সাথে বাহুবল উপজেলা প্রশাসন প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
উপজেলার বাসিন্দা সজল আক্ষেপ করে বলেন, “উনার মত দক্ষ ইউনএনও আরো কিছু দিন থাকলে উপজেলা পাল্টে যেত। সকাল থেকে রাত পর্যন্ত উনার কর্মদক্ষতা বাহুবলের জনগনকে সজাগ করে দিয়েছে। শূন্যের কোটায় চলে এসেছিল দুর্নীতি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যথা সময়ে যেতেন বিদ্যালয়ে। দুর্নীতিবাজদের আতঙ্কের এক নাম ছিল ইউএনও আয়েশা হক।”