জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

অতিরিক্ত সচিব হলেন হবিগঞ্জের ৩ কৃতি সন্তান

হবিগঞ্জের তিন কৃতি সন্তান সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তারা হচ্ছেন, মোঃ শফিউল হক, মোঃ ফারুকুজ্জামান ও মোঃ আনোয়ার হোসেন। গতকাল রাতে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। মোঃ শফিউল হক হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা। গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে। তার পিতা মরহুম সিরাজুল হক বৃন্দাবন সরকারী কলেজের উপাধ্যক্ষ ছিলেন। পদোন্নতির পূর্বে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে কর্মরত ছিলেন। অপর দিকে মোঃ ফারুকুজ্জামান হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিষা গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম আঃ রহমান। তিনি রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে কর্মরত ছিলেন। এছাড়া মোঃ আনোয়ার হোসেন মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা। তিনি সড়ক ও জনপথ বিভাগে যুগ্ম-সচিব পদে কর্মরত ছিলেন। তারা তিনজন ১১তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।