শনিবার (২২ মে) নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়নের মথুরাপুরের চরএলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ট্রলারসহ আলী হোসেন (৩৮)-সহ মোট ১০ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ অনুযায়ী আলী হোসেনকে ১ লক্ষ টাকা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাকিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ কাজে স্থানীয় প্রশাসনকে সহায়তা করেন ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির এস আই সামাদ আজাদ।