আজমিরিগঞ্জে সরকারি খাস ভূমি (কুশিয়ারা নদী) থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আজমিরিগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রদীপ কুমার রায়কে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
আজ ১৬ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন৷
এসময় তিনি কুশিয়ারা নদীর সরকারী খাস ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আজমিরিগঞ্জ পৌরসভার কাউন্সিলর সমীপুর গ্রামের মৃত গিবেশ চন্দ্র রায়ের পুত্র প্রদীপ কুমার রায়কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন৷
উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷