শামসুদ্দিন রাজন
বিজ্ঞানের এই বিষ্ময়কর যুগে বসবাস করেও, সত্যিকার অর্থে আমরা বিজ্ঞানচর্চায় অনেক পিছিয়ে আছি। তাই বিজ্ঞানকে আরো মজাদার এবং আমাদের এই প্রজন্মকে আরো বেশি বিজ্ঞানমনষ্ক করার লক্ষ্য নিয়ে ২২শে এপ্রিল ২০২১ যাত্রা শুরু করে “অভিকর্ষ”।
‘বিজ্ঞান ক্লাব’— এ কথাটা শুনলেই মনে হয় বেশ গম্ভীর একটা ব্যাপার। এই ধরণের মনোভাবের গন্ডি ভেঙে আমাদের পারিপার্শ্বিক চেনা জগতের বিজ্ঞানকে সহজভাবে সবার কাছে পৌঁছে দিতে চায় “অভিকর্ষ” ।
আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে আজ বিজ্ঞান মানেই পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও রসায়নের পাঠ্যবই। পাঠ্যবই এর গন্ডি পেড়িয়ে বিজ্ঞানের সৌন্দর্যকে কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌছে দেয়াটাই অভিকর্ষের তরুণ নেতৃবৃন্দদের মূল লক্ষ্য।
অপার সম্ভাবনাময় এদেশের শিশু কিশোরা একদিকে যেমন বিশ্বায়নের আধুনিকতার স্পর্শে নিজেদের বুদ্ধিবৃত্তিক বিকাশকে নিয়ে স্বপ্ন দেখছে, তেমনি একটি বড় অংশ প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে মৌলিক বিজ্ঞান চর্চা থেকে।
কিন্তু কেন?
এর উত্তর খুজতেই গত ২৮ মে ২০২১ নিজেদের আত্মপ্রকাশ এর মাধ্যমে অভিকর্ষ আয়োজন করে Science Debate 1.0 |
এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই তাদের মতামত তুলে ধরেছেন যুক্তির মাধ্যমে।
বিজ্ঞানের এই বিষ্ময়কর যুগে বিজ্ঞান ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে যুক্তিযুক্ত বিজ্ঞানমনস্ক চিন্তাধারা গড়ে তোলাই অভিকর্ষের মূল লক্ষ্য।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সঞ্চালক হিসেবে ছিলেন দেবযানী কর – ঢাকা সিটি কলেজ, ঢাকা।
পক্ষ দলের বিতার্কিকরা হলেন,
১ম বক্তা -জয়ীতা দত্ত কথামনি( বি.কে. জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,হবিগঞ্জ।
২য় বক্তা-আদিত্য দাশ(হবিগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয়)।
৩য় বক্তাঃপ্রীতম রায় শ্রেষ্ঠ (হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়)।
বিপক্ষ দলের বিতার্কিকরা হলেন,
১ম বক্তা- বিশাল তালুকদার (হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ)
২য় বক্তা- অরিন্দম মোদক (হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়)
৩য় বক্তা- পার্থিব চন্দ দিব্য(হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়)।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,
মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ
প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
ইরতিজা দোহা
কো ক্লাব উইং কো অরডিনেটর
লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি,সিলেট।
মইন খান
ডিবেটার, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
প্রদীপ্ত রয়
সাধারণ সম্পাদক, হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি।
এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে কাজ শুরু করলেও তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সুদূরপ্রসারী।
ফাহিম মুর্শেদ ফুয়াদ বলেন, তারা হবিগঞ্জের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চায় এগিয়ে নিয়ে যেতে চান।
তারা ভবিষ্যতে হবিগঞ্জে বিজ্ঞান বিষয়ক সেমিনার,বিজ্ঞান মেলা,বিজ্ঞান নিয়ে গবেষণাসহ নানাবিধ কর্মসূচি হাতে নেয়ার পরিকল্পনা করছেন।