স্বাধীনতা বিরোধীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি; এরপর জেলের মধ্যে হত্যা করেছে জাতীয় চার নেতাকে। সে সময় তারা জাতিকে মেধাশূণ্য করার মিশনে নেমেছিল।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
এ সময় তিনি বিএনপি-জামায়াতের চক্রান্ত থেকে দেশকে রক্ষা করার স্বার্থে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করা প্রয়োজন উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলার আহবান জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি ডাঃ অসীত রঞ্জন দাশ, অ্যাডভোকেট মনোয়ার আলী, অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ত্রাণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সদস্য অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, অ্যাডভোকেট দেবাংশু দাশগুপ্ত রাজু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, সদস্য সচিব আব্দুর রউফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সাইফ-ই রহমান তন্ময় প্রমুখ।