বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ বলেছেন,আগামি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে৷ বিএনপি একটা বিশাল বটগাছ৷ এই দলে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা যেনো না থাকে৷ প্রতিহিংসায় মানুষ ধ্বংশ হয়ে যায়৷ তিনি বলেন ১৯৭৯ সালের পরে এই আসনে বিএনপি পাশ করতে পারেনি৷ আগামি নির্বাচনে আজমিরীগঞ্জ বানিয়াচং আসনটি তারেক রহমানকে উপহার দিতে হবে৷ তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে আমি যদি এমপি না ও হই তারপরেও বানিয়াচং- আজমিরীগঞ্জের অবহেলিত এলাকাগুলোর উন্নয়ন করবো৷ বিশেষকরে মুরাদপুর এর রাস্তাটি আমি করে দিবো৷ তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এদেশের নাগরিক৷ তাদের পাশে জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে দাড়াতে হবে৷ তিনি তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহবান জানান৷ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রীয় কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গত বুধবার বিকেলে বানিয়াচং উপজেলার ১৪ নং মুরাদপুর ইউনিয়ন বিএনপির উদ্দোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বানিয়াচং ও আজমিরিগঞ্জের গণমানুষের নেতা আহমেদ আলী মুকিব উপরোক্ত কথাগুলো বলেন৷
মুরাদপুর বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আলিম তালুকদার এর সঞ্চালনায় সমাবেশে
আরো বক্তব্য দেন বানিয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শেখ বশির আহমেদ, ২ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান,সাবেক যুগ্ন আহ্বায়ক বাবলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মোহন মিয়া তালকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক শামসুল আলম, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, যুবদলের প্রথম যুগ্ন আহবায় রুবেল চৌধুরী যুগ্ন আহবায়ক মোস্তাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলমপনা চৌধুরী মাসুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফ চৌধুরী, বানিয়াচং উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নুরুল হুদা, আজমিরীগঞ্জের উপজেলা যুব দলের সদস্য সচিব সজল চৌধুরী, বানিয়াচং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবাশ্বের আহমেদ মজনু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান, যুগ্ন আহবায়ক বুলবুল আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ৷