২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আগামী ১৪ জানুয়ারি থেকে মুড়ারবন্দ দরবার শরীফে ওরস

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে ১৪ , ১৫ ও ১৬ জানুয়ারি ৩ দিন ব্যাপী ৭০৩ তম বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হবে ।

এদিকে এবার মুড়ারবন্দ দরবার শরীফের কঠোর নিরাপত্তা দিয়ে থাকবেন পুলিশ প্রশাসন , মোতাওয়াল্লী , মাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ও খাদেমদের নিয়োগকৃত স্থানীয় অসংখ্য সেচ্ছাসেবক কর্মী ।

১৪ জানুয়ারি থেকে পবিত্র ওরস শুরু । ওরস কর্মসূচি মধ্যে রয়েছে , প্রথম দিন ভোর সকালে হযরত ( মাদনী) সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) সিপাহসালার পূর্ব – পশ্চিম রওজা সহ ১২০ আউলিয়ার মাজার শরীফ গিলাফ চড়ানো ।

১৬ জানুয়ারি রাত ১টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরস সমাপ্তি হবে ।

উক্ত ৩ দিন পবিত্র ওরস সফলের লক্ষ্যে সারাদেশের দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সূফী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ সফি চিশতী।