জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরিগঞ্জে বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

আজমিরিগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুম কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডির অর্থায়নে সীমান্তিকের বাস্থবায়নে মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদাল মিয়া চৌধুরী, , আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আবু হানিফ , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজদ তালুকদার, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, উপজেলা হাসপাতালের আরএমও, ম্যানেজার এমআইএস শাকিল আহমদ খান, জেলা সমন্বয়কারী দিলিপ চন্দ্র দাস, উপজেলা সমন্বয়কারী কিশোর মিশ্র, মেডিক্যাল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ এবং মিডওয়াইফসহ প্রমুখ।

কর্মশালায় সকলের যৌথ আলোচনায় আগামী ১ বছরের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ এবং উপস্থাপন করা হয়।