আজমিরিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়েছে৷ নতুন ইউএনও হিসেবে যোগদান করবেন সুলতানা সালেহা সুমী৷
গত ৩১ জুলাই সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নবাগত ইউএনও সুমীকে আজমিরীগঞ্জে পদায়ন করা হয়েছে।
দু’একদিনের মধ্যেই তিনি আজমিরীগঞ্জে যোগদান করবেন৷
প্রশাসন ক্যাডারের ৩১ তম ব্যাচের সদস্য সুমী এর পূর্বে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ছিলেন৷ তার নিজ জেলা নরসিংদী৷
এদিকে আজমিরীগঞ্জের বর্তমান ইউএনও মোঃ মতিউর রহমান খানকে স্হানীয় সরকার বিভাগের অধীনে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে৷
গত ২৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি পত্রে তার বদলির আদেশটি দেয়া হয়৷