হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ইউএসএআইডি’র মা-মনি এমএনসিএস প্রকল্পের অর্থায়নে সেইভ দা চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় সীমান্তিকের বাস্তবায়নে গর্ভকালীন এবং প্রসব পরবর্তী বিশেষ সেবা দিবস উদযাপন করা হয়।
বুধবার (২৯ জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন উক্ত কর্মসুচীর উদ্ভোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমও ডাঃ মনির উদ্দিন, ডেন্টাল সার্জন ডাঃ কামরুল ইসলাম, নার্সিং ইনচার্জ জোৎস্না বিশ্বাস, মা-মনি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কিশোর মিশ্রসহ হাসপাতালে কর্মরত মিডওয়াইফ এবং সিনিয়র ষ্টাফ নার্সগণ।
এদিন ৬০ জন মাকে গর্ভকালীন সেবা ১০ জন মাকে প্রসোবত্তোর এবং ১০ জন মাকে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।