হোসাইন আহমেদ মির্জাঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ’র পক্ষ থেকে উপহার স্বরুপ খাবার বিতরণ করা হয়। আজ ২৯ জুন বুধবার সকাল ১০ টা থেকেই উপজেলার বন্যা কবলিত এলাকায় (শিবপাশা ইউনিয়নে) প্রায় ২০০ (দুই শত) প্যাক খাবার বিতরণ করা হয়।
ইউকে, ইউ. এস. এ. এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত চুনারুঘাটের প্রবাসীদের সহযোগিতায় চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নগদ অনুদান, আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরন, সহ জরুরী মুহূর্তে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে।
আজমিরীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাবসায়ি জনাব নাসির উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ’র কোষাধ্যক্ষ হোসাইন আহমেদ মির্জা, দপ্তর সম্পাদক এম কে মর্তুজ আলী, কর্মসূচি বিষয়ক সম্পাদক শেখ মোঃ হারুন মিয়া, আব্দুর রহিম সহ স্থানীয় এলাকাবাসী।
চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ জনাব হোসাইন আহমেদ মির্জা জানান হবিগঞ্জের যে সমস্ত এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল এলাকায়, রেমিট্যান্স যোদ্ধাদের মাধ্যমে তাদের সহযোগিতা পৌঁছিয়ে দেবেন।