হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা যেনো মারামারির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।আবারও আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছে৷
সোমবার বিকাল আনুমানিক ৪টায় আজমিরীগঞ্জ পৌরসভাধীন আজিমনগর লম্বাহাটীর (নতুন বাড়ী)র সবুর মিয়ার ছেলে জহির (২০)এর সাথে পার্শ্ববর্তী পাড়া আজিমনগর মুন্সীহাটী (নতুনবাড়ী)র হেলিম মিয়ার পুত্র তুষার (১৮) কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বিষয়টি শেষের উদ্যেগ নেয়৷ এরই সুত্র ধরে রাত আনুমানিক ৮ টায় সবুর মিয়ার লোকজন মুন্সীহাটী নতুন বাড়ীতে হামলা চালায়৷ এরই রেশ ধরে লম্বাহাটী এবং মুন্সীহাটীর লোকজন দেশীয় অস্র সস্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ প্রায় শতাধিক লোক আহত হয়৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘন্টা খানেক চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
সংঘর্ষে আহতরা হলো, তুষার, জহির, রাহাত, খালেদ, রবিন, সাইদুর, ফজল, মহিবুর, অমিত, আজুফা বেগম, হাবিবা আক্তার, সবুর, হেলিম, রাজু, জসিম, জাহিদুল, হৃদয়, রুবেল, মান্নান, আ. জব্বার, আক্কাছ, চাদ, জানু, ফুল মিয়া প্রমুখ৷
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ এর মধ্য গুরুতর আহত অবস্থায় রাহাত (২৮), রবিন (৩০), মান্নান (৩০), আ. জব্বার,(৪২), আক্কাছ (৩০), মহিবুর (৩০), চাদ (২৭), হেলিম (৫৫), জানু (২৬), ফুল মিয়া, (২৮), আজুফা (৩৩) সহমোট ১১ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান, খবর পেয়ে আমরা গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনি, বর্তমানে আশেপাশের এলাকা শান্ত রয়েছে৷