আজমিরীগঞ্জে গত ৩ জুলাই রোববার দুর্বৃত্তের হামলায় লিটন মিয়া (৪৫) নামের খামারী আহতের ঘটনায় তিন জনকে আসামী করে আজমিরীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে খামারী লিটন মিয়া বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে পৌরসভার আদর্শ নগরের বাসিন্দা সানু দাস কে প্রধান আসামী এবং সানু দাসের জ্যেষ্ঠ পুত্র ফার্মেসী ব্যাবসায়ি সানা দাস এবং কনিষ্ঠ পুত্র সেনা দাসকে আসামী করে এই অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান- বিষয়টি আমি শুনেছি, দুই পক্ষকে এনে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।