জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ইশানকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে আজমিরীগঞ্জ পৌর এলাকার পোস্ট অফিস সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ইশান আজমিরীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মৃত হাফিজ উদ্দিন হাফাই মিয়ার ছেলে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাঈদুল হাছান জানান, হবিগঞ্জ সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাতেই ইশানকে সদর থানায় সোপর্দ করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মেহেদি হাসান ইশান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা সদরের একটি মামলার এজাহারভুক্ত আসামি।