জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জে পানি সরবরাহ ব্যবস্থাপনার উদ্ধোধনে ভোগান্তি কমেছে পৌরবাসীর

কনৌজ কান্তি ব্যানার্জীঃ সম্প্রতি হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাপনার কার্যক্রম চালু হওয়ায় পানি সংকট ও দুর্ভোগ কমেছে আজমিরীগঞ্জ পৌরসভার বাসিন্দা ১হাজার ৭৫ টি পরিবারের।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বাংলাদেশের  ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় আজমিরীগঞ্জ পৌরসভায় ১হাজার ৭৫ টি পরিবারের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে শুভ উদ্ধোধন করা হয়েছে,

প্রতিদিন দু’বেলা  সকাল ৮ টা থেকে ৯ টা এবং বিকেল ৫ টা থেকে ৬টা পর্যন্ত পানি সরবরাহ চলমান থাকবে। এতে গ্রাহককে মিটার রিডিং অনুযায়ী বিল পরিশোধ করতে হবে।

পানি সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. মুজিবুল ইসলাম । এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার উপ সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী রবিউল আলম এবং পৌর সদস্যবৃন্দ।

পৌরসভার ৫নং ওয়ার্ড আজিম নগরের বাসিন্দা পারভেজ মিয়া বলেন, এই পানির সংযোগ পেয়ে আমাদের উপকার হয়েছে।  আমরা এখন নিশ্চিন্তে বিশুদ্ধ পানি ব্যাবহার করতে পারি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে পানি দেওয়ার সময়টা বাড়ালে আরও ভালো হবে।

আজমিরীগঞ্জ পৌরসভার উপ সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, উক্ত পৌরসভার বিশুদ্ধ পানির চাহিদা বিবেচনায় উক্ত প্রকল্পে আমরা আরও প্রায় ৫শত পরিবারের সংযোগ এবং ৬ কিলোমিটার পানির লাইনের চাহিদা প্রস্তাব প্রেরন  করেছি, তা বাস্তবায়ন হলে আশা করি পৌরসভার সকল জনগণ বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করতে পারবেন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. মুজিবুল বলেন, উক্ত পৌরসভার বাসিন্দাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে আগ্রহী, ইতিমধ্যে আমাদের আরও কিছু প্রকল্প চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।